বিনোদন ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম
চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহল পরিচয় পায়েছেন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘ পনেরো বছরের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। সম্প্রতি সংবাদিকদের সঙ্গে একান্ত আলাপকালে নিজের ব্যক্তিগত জীবন ও দেশের সাম্প্রতিক ইস্যুতে কথা বলেন বর্ষা।
ওই সাক্ষাৎকারে রাজধানী ঢাকার ৩০০ ফিটে অবস্থিত নীলা মার্কেটে হাঁসের মাংসের স্বাদ নিতে যাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বর্ষার কথায়, ‘আমি শুনেছি নীলা মার্কেটের হাঁসের মাংস বেশ মজার। আমি খুব শিগগিরই যাব। এটা নিয়ে খুব কথা হচ্ছে শুনতেছি। আমি সত্যি যাব হাঁসের মাংস খেতে।’

বিদেশে সফরের অভিজ্ঞতার কথা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘প্রতি মাসে বিদেশ যাই। কোনো মাসে দুইবার যাই। বিদেশের এত স্মৃতি বলা মুশকিল। সর্বশেষ ঈদুল ফিতরে টোকিও গিয়েছিলাম। ওখানে নিলামে টোনা-ফিস বিক্রি হয়। পৃথিবীর সবচেয়ে বড় বড় টোনা মাছ ধরে নিয়ে এসে বিক্রি করে। সকালের সূর্য ওঠার আগে সব মাছ বিক্রি হয়ে যায়।’
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সরব থাকে অভিনেত্রী। মন্তব্যে ঘরে অনেকেই সমালোচনাও করেন। কীভাবে সামলান— জানতে চাইলে বর্ষা বলেন, ‘সবাই তো আমাকে ভালোবাসবে না এটাই স্বাভাবিক। এখানে একশো টা কমেন্ট পড়লে, একশোটা কেন আমার পক্ষে হতে হবে। যেগুলো আমার বিপক্ষে থাকে, আমি চেষ্টা করি কোন জিনিসগুলো তাঁরা আমার পছন্দ করছে না। ওই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি।’

সবশেষে স্বামী অনন্ত জলিল প্রসঙ্গে বর্ষা বলনে, ‘ও খুব বাঙালি ধাচের একটা ছেলে। যখন সে ডায়েট করে তখন ফুল ডায়েট করে। আবার যখন ডায়েট করে না তখন প্রতিদিনে একটু বাঙালি খাবার খেতেই হবে।’
ইএইচ/