শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

আমরা মুসলমানরা ধর্মটাকে মনে ধারণ করি, বর্ষাকে বললেন রেসি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে সমালোচনার শিকার হচ্ছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এরইমধ্যে কয়েকজন অভিনেত্রী পাল্টা জবাব দিয়েছেন। এবার বর্ষাকে চেপে ধরলেন চিত্রনায়িকা রেসি। 

নিজের ফেসবুকে রেসি লিখেছেন, ‘আমার এই ছোট্ট জীবনে সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া, নাচের প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার’সহ গোল্ড মেডেল পাওয়া এবং ৫০টা সিনেমায় অভিনয় করে হয়ত সেরকম কোনো স্বীকৃতি পাই নাই; কিন্তু আমার সন্তানরা যখন স্কুল থেকে এসে বলে মাম্মা আমাদের টিচাররা আমাদের বন্ধুরা আমাদেরকে অনেক প্রশংসা করে কারণ, আমাদের মা একজন অভিনেত্রী এবং আমাদের মাকে ইচ্ছা করলে গুগুল, ইউটিউব ও উইকিপিডিয়াতে দেখা যায়। আমার সন্তানরা আমাকে নিয়ে অনেক গর্বিত ফিল করে যে, আমি তাদের মা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’


বিজ্ঞাপন


বর্ষা প্রসঙ্গ টেনে বলেন, ‘ম্যাডাম আপনি তো এমন কোন অসামাজিক কাজ করেন নাই যে ছেলে মেয়েরা বড় হয়ে কি বলবে সে জন্য আপনার লজ্জিত হতে হবে। তাহলে আমি বলব অভিনয়কে ভালোবেসে নয়, গাড়ি বাড়ি সম্পত্তির জন্যই আপনি অভিনয়কে পুঁজি হিসেবে নিয়েছিলেন। আপনার বক্তব্য মতে তাহলে অভিনয় জগতের সমস্ত বড় বড় শিল্পীদের যাদের সন্তান আছে তাদেরও লজ্জা পাওয়া উচিৎ? তাহলে এতগুলো বছর কেন কাজ করেছেন? আপনার অভিনয় ছেড়ে দেয়ার অন্য কোন কারণ দেখাতে পারতেন। এমনিতেই সাধারণ জনগণ আমাদেরকে কটু কথা বলতে ছাড়ে না। আপনি আবার আগুনে ঘি ঢেলে দিয়েছেন।’

সবশেষে লিখেছেন, ‘আমরা যারা মুসলমান তারা সবাই নিজের ধর্মটাকে মনের ভিতর ধারণ করি। আমাদের যেখান থেকে অর্জন যত পরিচিতি সেই জায়গাটাকে আমরা কোনোদিন অস্বীকার করতে পারব না। নিজের কাজকে, পেশাকে সৎ নিয়তে করা উচিত।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub