images

বিনোদন

‘সমকামী হওয়া খুব মজার কিন্তু…’

বিনোদন ডেস্ক

১১ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম

তারকাদের সঙ্গে ওঠাবসা করেও তারকা হওয়া যায়! এর প্রমাণ ওরি ওরফে ওরহান আওয়াত্রামানি। বলিউড স্টারকিড ও তারকাদের সঙ্গে মিশে নিজেও এখন তারকা। ফলে নেটিজেনদের পাখির চোখ থাকে তার সোশ্যাল হ্যান্ডেলে। সম্প্রতি তার একটি পোস্ট নিয়ে চলছে তুমুল চর্চা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০-এ পা রেখেছেন ওরি। নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে বসে থাকতে দেখা গেছে তাকে। ব্যাকগ্রাউন্ডে ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি বাজছে। 

Orhan-Awatramani-Faces-Flak-for-Inappropriate-Pictures-2

ভিডিও ক্লিপের ওপর লেখেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। সমকামী হওয়া খুব মজার ছিল কিন্তু এখন আমার বয়স ৩০ বছর এবং স্ত্রী এবং সন্তানকে নিয়ে সংসার করার সময় এসেছে।’

ওরির পোস্টে মন্তব্য করেছেন ভূমি পেডনেক। তিনি লিখেছেন, ‘আমার একটা দারুন মিল আছে।’ এই বিষয়ে ওরি লেখেন, ‘ভূমি, চলো একটা ফ্লিং (নৈমিত্তিক সম্পর্ক) করি।’

Orhan-Awatramani-Faces-Flak-for-Inappropriate-Pics-f

ওরির এমন মন্তব্য শুনে কেউ কেউ টেনে এনেছেন উর্বশী রাউতেলাকে। লিখেছেন, ‘তুমি কী বোঝাতে চাইছ, তুমি উর্বশী রাউতেলার সঙ্গে বিয়ে করোনি?’ ওরিও কম যান না। উর্বশীকে ট্যাগ করে লিখেছেন চলো যাই। তবে উর্বশী কোনো জবাব দেননি।