images

বিনোদন

পর্দায় নয়, এবার বাস্তবেই প্রেমের সম্পর্কে ‘সাইয়ারা’ জুটি!

বিনোদন ডেস্ক

১১ আগস্ট ২০২৫, ১২:২৬ পিএম

গত ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’বলিউড বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। আহান পাণ্ডে ও অনিত পাড্ডার রসায়নে মুগ্ধ সিনেপ্রেমীরা। পরিচালক মোহিত সুরির ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫’শো কোটি রুপির বেশি। 

এরইমধ্যে গুঞ্জন ছড়িয়েছে ‘সাইয়ারা’ জুটি বাস্তবে প্রেম করছেন। সম্প্রতি তাঁদের একটি শপিং মলের বাইরে একসঙ্গে দেখা যায়। আর সেখানে পাপারাজ্জিদের মুখোমুখি হতেই নিজেদের আড়াল করতে চেষ্টা করেন আহান-অনিত। সেখান থেকেই জল্পনার শুরু।

sayera__g_

এবার যেন জল্পনার আগুন ঘি ঢাললেন এ তারকা জুটি। গত বৃহস্পতিবার ‘সাইয়ারা’ ছবির সাফল্যে মোহিত সুরি একটি পার্টির আয়োজন করেন। ছবির কলাকুশলী থেকে শুরু করে তারার হাট বসে। সেখানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন আহান ও অনিত। দুইজনকে একসঙ্গে পার্টিতে ঢুকতে দেখে অবাক হন অনেকে। সম্পূর্ণ পার্টি জুড়ে একে অপরের সঙ্গ ছাড়েননি। অন্যদের সঙ্গে কথা বলার সময়ও অনিতকেই খুঁজছিল আহানের দুটি চোখ। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ওই পার্টিতে আহান স্নেহভরে অনীতের কপালে চুমু খাচ্ছেন। এই দৃশ্য দেখে ভক্তরা উচ্ছ্বাস সামলাতে পারেননি। ভক্তরা কমেন্টে লিখেছেন, ‘দুইজনেই ভীষণ কিউট’। কেউ কেউ আবার বলছেন, ‘শুধু বন্ধুত্বের চুমু, এর বেশি কিছু নয় তো?’ তবে প্রেমের গুঞ্জনের বিষয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানননি দুই তারকা।

sayera__gh_

বলে রাখা ভালো, আহান ও অনীত ছাড়াও ‘সাইয়ারা’ ছবিতে অভিনয় করেছেন আলম খান, সিদ মাক্কার, শান গ্রোভার, রাজেশ কুমার ও বরুণ বদোলা।

ইএইচ/