বলিউডে পা রেখেই বাজিমাত করেছেন অনীত পাড্ডা। গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন সিনেমা ‘সাইয়ারা’। অভিনেত্রী সঙ্গে পর্দায় রোমান্স জমিয়েছেন আহান পাণ্ডে। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষক করেছেন তিনি।
কে এই অনিত পাড্ডা?
বিজ্ঞাপন
২০০২ সালের অক্টোবরে অমৃতসরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম অনীতের। বলিউডের রঙিন জগৎ থেকে অনেক দূরেই কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। তবে একটা সময় শোবিজের প্রতি ভালোবাসা থেকে মডেলিং শুরু করেন। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে শোবিজে যাত্রা।

অনীতের বড় পর্দায় অভিষেক হয় ২০২২ সালে কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ ছবিতে। যদিও তিনি ছিলেন একজন অতিরিক্ত অভিনেত্রী হিসেবে। এরপর ২০২৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-তে অভিনয় করেন। এ ওয়েব সিনেমায় তিনি পূজা ভাট, রাইমা সেন ও জোয়া হুসেনের সঙ্গে স্ক্রিন ভাগ করেন।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও পারদর্শতি প্রশংসার দাবিদার। ২০২৪ সালে মুক্তি পায় তাঁর গাওয়া প্রথম গান ‘মাসুম’। গানটি মুক্তির পর ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। ওই বছরই একটি টিভি সিরিজেও তাঁকে দেখা যায় পার্শ্বচরিত্রে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে ‘সাইয়ারা’। মুক্তির প্রথম দিনে ২১ কোটি রুপি ঘরে তুলে নিয়েছিল। দ্বিতীয় দিনে ২৫ কোটি আয় করে। আর রোববার তো সবাইকে তাক লাগিয়ে তুলে নেয় ৩৭ কোটি। সব মিলিয়ে ছবিটির মোট আয় ১০৫ কোটি রুপি। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি।

