বিনোদন ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম
আগামী ১৪ আগস্ট দেব এবং শুভশ্রীর ভক্তদের দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার আলোর মুখ দেখছে বহুল আলোচিত সিনেমা ‘ধূমকেতু’। এদিকে একই সময় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড সিনেমা ‘ওয়ার-২’। বলিউড সিনেমার ভিড়েও পশ্চিমবঙ্গে ১১০টি হল পেয়েছে দেব-শুভশ্রীর সিনেমটি।
টলিউড তারকাদের ছবিটি ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। অগ্রিম বুকিংয়ে সেই ছাপ স্পষ্ট। এদিকে দর্শকের চাপে ছবির প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা। এর আগে গত ৪ অগাস্ট ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেব-শুভশ্রীকে কাছ থেকে দেখতে নজরুল মঞ্চে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল।

এদিকে বুক মাই শোয়ের একটি পরিসংখ্যান ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেই তথ্য অনুযায়ী ছবিটি মুক্তির পাঁচ দিন আগে ২৪ ঘণ্টায় সাড়ে ছয় হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেই সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।
ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা দেখে প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেনে, ‘যে ঝড়ের গতিতে ধূমকেতুর অগ্রিম বুকিং শুরু হয়েছে, তা অবিশ্বাস্য।’

এ বিষয়ে প্রিয়া সিনেমা হলের কর্ণধার ভারতীয় গণমাধ্যমকে বলেন, “ধূমকেতু’ ছবির অগ্রিম বুকিং দেখে খুবই বিস্মিত! গতকাল যা দেখলাম, বাংলায় শাহরুখের বেশ কিছু ছবির বুকিংয়ের তুলনায় এই ছবি এগিয়ে। এরকম ঘটনা আমি আগে দেখিনি।” তবে কী টলিউডের সব রেকর্ড ভাঙতে পারবে দেব-শুভশ্রী জুটির ছয় নম্বর ছবি? এমন প্রশ্নের জবাবে অরিজিৎ বলেন, ‘এটার উত্তর ১৪ আগস্ট পাওয়া যাবে। তবে আশা করতে ক্ষতি কী।’
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে শুরু হয়েছিল দেব-শুভশ্রী জুটির যাত্রা। এরপর একসঙ্গে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন। গত দশ বছর ধরে এই জুটিকে পর্দায় দেখা না গেলেও অনুরাগীদের ভালোবাসায় বেঁচে আছে দেব-শুভশ্রীর জুটি।
ইএইচ/