images

বিনোদন

‘গর্ভাবস্থায় ডাক্তারের কাছে যেতে দেয়নি’, পরিচালককে দুষলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

০৮ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পিএম

২০১৩ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী রাধিকা আপ্টে। এক দশকের বেশি সময় ধরে নিজের বিয়ের কথা গোপন রেখেছিলেন তিনি। গত বছরের অক্টোবর মাসে নিজের অন্তঃসত্ত্বার খবর শেয়ার করেন। তখনই সবাই জানতে পারেন তিনি বিয়ে করেছেন। 

প্রথমবার মা হওয়ার অনুভূতি বেশ ভালোভাবে উপভোগ করছিলেন রাধিকা। সামাজিকমাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি ভাগ করে নিতে। তবে প্রথমবার মা হওয়ার স্মৃতি মোটেও সুখকর ছিল না।

Radhika-gsh

সম্প্রতি নেহা ধূপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ পডকাস্টে অংশ নিয়ে নিজের গর্ভাবস্থার প্রথম দিকের অভিজ্ঞতা শেয়ার করলেন রাধিকা। অভিনেত্রী যখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখনও একটি সিনেমার শুটিং চলছিল। অসুস্থতার কারণে একদিন শুটিং বন্ধ করতে চেয়েছিলেন। তখন পরিচালক তাঁর অন্তঃসত্ত্বার খবর শুনে বেজায় বিরক্ত হন।  

রাধিকা বলেন, ‘আমি প্রচণ্ড অস্বস্তিতে ভুগছিলাম, শরীর ফুলে যাচ্ছিল। কিন্তু তিনি (পরিচালক) আমাকে টাইট জামা পরতে জোর করতেন। এমনকি যেদিন আমি খুব অসুস্থ বোধ করছিলাম, ব্যথায় কাতরাচ্ছিলাম সেদিনও আমাকে ডাক্তারের কাছে যেতে দেননি। সেই দিনগুলো খুব কষ্টের ছিল।’

Radhika-__hhh

যদিও ওই সাক্ষাৎকারে পরিচালকের নাম প্রকাশ করেননি। তবে তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে এই অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে দুঃখ দিয়েছিল। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি বিশেষ কিছু চাইনি, শুধু একটু মানবিকতা আশা করেছিলাম। এটা তো আমার জীবনের একটা আনন্দের খবর ছিল। সেটা জানানোর পরও কেউ এমন প্রতিক্রিয়া দেখাতে পারে তা ভাবতেই পারিনি।’

বলে রাখা ভালো, রাধিকাকে শেষবার দেখা গিয়েছে ‘সিস্টার মিডনাইট’ সিনেমায়। যা ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ারে প্রদর্শিত হয়। 

ইএইচ/