মাস ছয়েক আগে সন্তান জন্ম দেন টলিউড অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। এরমধ্যে গুঞ্জন ছড়িয়েছে ফের মা হতে চলেছেন দেবলীনা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেবলীনার কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে অনেকেই তার বেবি বাম্প দেখতে পেয়েছেন। স্বামী শাহনওয়াজের সঙ্গে তোলা ছবিগুলো দেখে চোখ কপালে নেটনাগরিকদের। কেউ কেউ ধর্ম নিয়ে কটাক্ষ করতেও ছাড়ছেন না।

তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেবলীনা। তার কথায়, ‘এমন কিছুই হয়নি। আমার ডেলিভারির পর মাত্র ৬ মাস হয়েছে। যে কোনো কিছুই আজকাল খবর হয়ে যায়।’
২০১২ সালে ইসলাম ধর্মের অনুসারী প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে করেন দেবলীনা। এ কারণে বেশ কটাক্ষের শিকার হতে হয় তাকে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ছেলে হয় দেবলীনা ভট্টাচার্যের। শাহনওয়াজ ও দেবলীনা তাঁদের ছেলের নাম রেখেছেন জয়।

