বিনোদন ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ১০:৩৩ এএম
৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। গতকাল শুক্রবার (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তবে শাহরুখ সেরা অভিনেতার পুরস্কারটি একা পাননি। তাঁর সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার শেয়ার করে নিয়েছেন বিক্রান্ত ম্যাসিও। বিক্রান্ত ‘টুয়েলভথ ফেল’-এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন।

এখন প্রশ্ন ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে কত রুপি পেলেন শাহরুখ খান। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য দুই লাখ রুপি সম্মাননা রাখা হয়েছে। যেহেতু শাহরুখ সেরা অভিনেতার পুরস্কার যুগ্মভাবে অর্জন করেছেন। তাই দুই লাখ রুপি থেকে তিনি পাবেন এক লাখ রুপি। অন্যদিকে বিক্রান্ত ম্যাসি পাবেন এক লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা।
বলিউড বাদশা শাহরুখ খানের ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ার। এ সময় দর্শকদের উপহার দিয়েছেন সুপারহিট সব ছবি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে ‘পাঠান’, ‘জওয়ান’। কখনও রোমান্টিক হিরো হয়ে পর্দায় ঝড় তুলেছেন। আবার কখনও অ্যাকশন সিনেমা দিয়ে বাজিমাত।

বলে রাখা ভালো, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানী মুখার্জী। শাহরুখ, রানী এবং বিক্রান্ত ম্যাসি এবারই প্রথম জাতীয় পুরস্কার পাচ্ছেন। তিন অভিনেতা ছাড়াও, সানিয়া মালহোত্রার ছবি 'কাঠাল' সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে। রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' ছবি সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর বিভাগে পুরষ্কার জিতেছে। পরিচালক সুদীপ্ত সেন 'দ্য কেরালা স্টোরি'-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। ভিকি কৌশল অভিনীত ছবি 'শ্যাম বাহাদুর' সেরা মেকআপ এবং কস্টিউম পুরস্কার পেয়েছে।
ইএইচ/