বলিউড বাদশা শাহরুখ খানের ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ার। এ সময় দর্শকদের উপহার দিয়েছেন সুপারহিট সব ছবি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে ‘পাঠান’, ‘জওয়ান’। কখনও রোমান্টিক হিরো হয়ে পর্দায় ঝড় তুলেছেন। আবার কখনও অ্যাকশন সিনেমা দিয়ে বাজিমাত। তিন দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি। বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অধরা ছিল শাহরুখের জন্য। অবশেষে ২০২৫ সালে এসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিজের ঝুলিতে ভরলেন তিনি।
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জাওয়ান’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হলেন শাহরুখ খান। তবে শাহরুখ সেরা অভিনেতার পুরস্কারটি একা পাননি। তাঁর সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার শেয়ার করে নিয়েছেন বিক্রান্ত ম্যাসিও। বিক্রান্ত ‘টুয়েলভথ ফেল’-এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন।
২০২৩ সাল শাহরুখ খানের ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে দাঁড়ায়। ওই বছর তার তিনটি সিনেমা ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’ ভারতের প্রেক্ষাগৃহে মিলিয়ে ৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন। এই তিন সিনেমার সম্মিলিত আয় ভারতে ১৩০০ কোটির বেশি, আর বিশ্বব্যাপী ২৫০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।
এছাড়াও, 'টুয়েলভথ ফেল' ছবিটি সেরা ফিচার ফিল্মের পুরষ্কার জিতেছে। শ্রেষ্ঠ বাংলা ছবির পুরস্কার পেয়েছে অর্জুন দত্ত পরিচালিত ছবি 'ডিপ ফ্রিজ'। সেরা অভিনেত্রী রানি মুখার্জী।
_20250801_223458616.jpeg)
বিজ্ঞাপন
শাহরুখ, রানি এবং বিক্রান্ত ম্যাসি এবার প্রথম জাতীয় পুরস্কার পাচ্ছেন। তিন অভিনেতা ছাড়াও, সানিয়া মালহোত্রার ছবি 'কাঠাল' সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে। রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' ছবি সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর বিভাগে পুরষ্কার জিতেছে। পরিচালক সুদীপ্ত সেন 'দ্য কেরালা স্টোরি'-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। ভিকি কৌশল অভিনীত ছবি 'শ্যাম বাহাদুর' সেরা মেকআপ এবং কস্টিউম পুরস্কার পেয়েছে।
ইএইচ/

