বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন জুয়ার বিষয়ে ২০১৯ সালের আগে হাতে গোনা কয়েকজন জানলেও হঠাৎ করে অনলাইন জুয়ায় আসক্তি বাড়ছে। নামিদামি তারকারাও নাম জড়িয়েছে অনলাইন জুয়ার সাইটের সঙ্গে। কোটিপতি হওয়ার প্রলোভন দেখিয়ে ‘বেটিং অ্যাপ’ গুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি অর্থ। এবার অনলাইনে জুয়া প্রচারের দায়ে জেরার মুখে পড়েছেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার (৩০ জুলাই) হায়দ্রাবাদের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা (ইডি) কার্যালয়ে আসেন অভিনেতা প্রকাশ রাজ। এর আগে অনলাইনে জুয়া প্রচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে অভিনেতাকে জবাব দেওয়ার জন্য ইডি থেকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠি পেয়ে আজ সকালেই হায়দ্রাবাদের ইডি’তে হাজির হন তিনি। তবে ভেতরে কী বিষয়ে আলোচনায় হয়েছে তা অনুষ্ঠানিকভাবে কিছুই জাননি অভিনেতা ও ইডির কর্মকর্তারা।

এর আগে গত ২০ মার্চ তেলঙ্গানা পুলিশ দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোন্ডা, ইমরান খান সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জানা গেছে আগামী ৬ অগাস্ট বিজয় দেবেরাকোন্ডাকে এবং লক্ষ্মী মঞ্চুকে ১৩ অগাস্ট নিজের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য চিঠি দেওয়া হয়েছে। যদি অভিযুক্ত তারকাদের যুক্তি আইনসম্মত হয় তাহলে এ অভিযোগ থেকে ছাড় পেতে পারেন। অন্যথায় শাস্তি ভোগ করতে হতে পারে।
অভিযোগের তালিকায় আরও আছেন, দক্ষিণী তারকা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার— প্রণিতা সুভাষ, নিধি আগারওয়াল, অন্নয়া নাগাল্লা, শ্রীমুখী, সাই পল্লবী, রীতু চৌধুরী, ‘টেসটি তেজা’, শ্যামলা, হর্ষ সাই, ভাইয়া সানি যাদব, বিষ্ণু প্রিয়া, ইমরান খান সহ বহু চেনা মুখ।
ইএইচ/