বিনোদন ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম
ভক্তদের মাথার মুকুট তিনি। ভালোবাসায় সিক্ত করে রাখেন সর্বদা। এবার সে বিজয় সেতুপতির নামে নারীকে হেনস্তার অভিযোগ। বছরের পর বছর এক নারীকে হেনস্তা করে যাচ্ছেন বিজয়। এরকম অভিযোগ এনেছেন রাম্যা মোহন নামে এক নারী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাম্যা টুইট করে জানিয়েছিলেন, বছরের পর বছর এক অজ্ঞাত পরিচয় নারীকে ব্যবহার করে গেছেন অভিনেতা। সেই নারীর শেষমেষ ঠাঁই হয়েছে পুননির্বাসন কেন্দ্রে। তিনি লেখেন, “সেতুপতিকে ভগবান রূপে পুজো করা হয়। কিন্তু তাঁর আসল রূপ তো কেউ দেখেনি।” যদিও সেই টুইট খুব বেশি ক্ষণ থাকেনি এক্স হ্যান্ডেলে। কিছু ক্ষণের মধ্যে মুছে দেওয়া হয়।
রাম্যা লিখেছিলেন, “দক্ষিণে মাদক সেবন এবং কাস্টিং কাউচ খুব একটা বড় ব্যাপার নয়। একটি মেয়েকে আমি চিনি তার এমন পরিণতি হয়েছে যা চোখে দেখা যায় না। যৌন হেনস্থা থেকে টাকা পয়সার তছরুপ— সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত অভিনেতা।”
এদিকে টুইট মুছে ফেলার কারণ জানতে চাইলে রাম্যা বলেন, ভুক্তভোগী নারীর নিরাপত্তার কথা ভেবে টুইট মুছে দিয়েছেন তিনি। রাগ নিয়ন্ত্রণ করতে না পেয়ে টুইট করেছিলেন বলেও জানান। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি বিজয়।