ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর দাম্পত্য কোলাহল দিনকে দিন বেড়েই চলেছে। গত বছরের শেষ দিকে স্বামীর পরকীয়ার কথা জানতে পারেন অভিনেত্রী। সেবার ছোট ছোট দুইটি বাচ্চাদের কথা চিন্তা করে নিজেদের মধ্যে সম্পর্কে জোড়া লাগাতে চেষ্ঠা করেছিলেন।
তবে স্বামী আচারণে কোনো পরিবর্তন না দেখে পরকীয়ার অভিযোগে এনে আইনি পদক্ষেপ নেন অভিনেত্রী। রিয়ার মামলার পর পাল্টা অভিযোগ করেন তাঁর স্বামী অরিন্দম। অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মামলা করেন তিনি। এরপরই, যে নারীর সঙ্গে অরিন্দমের পরকীয়া সম্পর্ক, ওই নারীও মানহানি মামলা করেন অভিনেত্রীর বিরুদ্ধে।

এমন পরিস্থিতি গতকাল সোমবার (২৮ জুলাই) সামাজিকমাধ্যমে একটি ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, তিনি এই লড়াই চালিয়ে যাবেন। তাতে যদি তাঁকে সর্বস্বান্ত হয়ে যেতে হয় তাও পিছপা হবেন না। এর শেষ দেখে ছাড়বেন তিনি। এমনকি কিডনি বিক্রি করে হলেও এ লড়াই চালিয়ে যাবেন। তিনি আরও জানিয়েছে, তাঁর কাছে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার প্রমাণ রয়েছে।
এর আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে নিজের বাবার বাড়ি চলে আসেন রিয়া। কিছুদিন পরে অবশ্য ঝামেলা মিটেও যায়। একদিন অসুস্থ শ্বাশুড়ি দেখতে ছেলে- মেয়েকে নিয়ে হাওড়াতে স্বামীর বাড়িতে যান অভিনেত্রী।
বিজ্ঞাপন
সেখানে গিয়ে স্বামীর পরকীয়া হাতেনাতে ধরে ফেলান রিয়া। ঘরের মধ্যে পরকীয়ার কিছু নিদর্শন দেখতে পান। পরকীয়ার প্রমাণ হিসেবে অরিন্দমের মোবাইল জব্দ করে তা পুলিশের কাছে জমা দেন রিয়া। সম্প্রতি ওই ফোনের জন্য রিয়াকে হত্যার হুমকি এবং চুরির মামলা দিয়েছেন অভিনেত্রীর স্বামী। এই ঘটনার পর ন্যায় বিচার পেতেই লড়াই চালিয়ে যাওয়ার যোষণা দিলেন অভিনেত্রী।
ইএইচ/

