বিনোদন ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১২:১১ পিএম
মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও সুশান্ত সিং রাজপুত বলিউডে প্রাসঙ্গিক। মাঝে মাঝেই তাকে নিয়ে আলোচনা হয়। কখনও তার মৃত্যু রহস্য নিয়ে কথা হয়। আবার কখনও তার প্রতি অবিচারে হয়েছে বলে দাবি করা হয়। এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তনুশ্রী দত্তের।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে তনুশ্রী লিখেছেন, “সুশান্ত সিংহ রাজপুত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো সৃষ্টিকর্তার নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা উচিত আমাদের। এভাবেই সাহায্য করা যায়। স্রষ্টার কাছে প্রার্থনা করেই ওদের কিছুটা সাহায্য করতে পারি। আমরা কেউ জানি না, ওরা কতটা যুদ্ধ করেছেন, শয়তানদের সঙ্গে কী প্রকার লড়াই করেছেন। অবসাদ নিয়ে গল্প ফাঁদা এখন খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
আরও লিখেছেন, “এই দুনিয়ায় খারাপ মানুষের অভাব নেই। নিজেদের স্বার্থে ওরা অন্যদের বেঁচে থাকাও কষ্টকর করে তুলতে পারে। স্রষ্টার এই সন্তানেরা এমনই সব মানুষদের লোভ, কামনা, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছেন।”
এদিকে তনুর সময়ও পক্ষে নেই। কদিন আগে লাইভে এসে কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন নিজের বাড়িতে হেনস্তার শিকার তিনি। মধ্যরাতে দরজায় কড়া নাড়া, উচ্চস্বরে চেচামেচি করাসহ নানা উপসর্গের কথা জানিয়েছিলেন অভিনেত্রী।