images

বিনোদন

জনপ্রিয় টিকটকারের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

২৭ জুলাই ২০২৫, ০৯:৫২ এএম

পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সুমিরা রাজপুত মারা গেছেন। দেশটির সিন্ধুর ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় নিজ বাড়ি থেকে কনটেন্ট ক্রিয়েটরের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ। 

পাকিস্তানি গণমাধ্যম সিন্ধুর ঘোটকি জেলা পুলিশ কর্মকর্তা বরাতে বলছে, টিকটকার সুমিরার ১৫ বছর বয়সি মেয়ে দাবি করেছেন যে তাঁর মাকে হত্যা করা হয়েছে। তাঁর মেয়ের ভাষ্য, ‘দীর্ঘদিন মাকে বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। মা রাজি না হওয়ায় ওই ব্যক্তিরা বিষাক্ত ট্যাবলেট খাইয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে।’    

এদিকে প্রাথমিক প্রতিবেদনে শারীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিন্ধুর ঘোটকি জেলা মেডিকেল সুপারিনটেনডেন্ট। 

পুলিশ জানিয়েছে, টিকটকারকে হত্যার পেছনের উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে হত্যার রহস্য উন্মোচন তদন্ত চলছে।  

ইএইচ/