পাকিস্তানের জনপ্রিয় টিকটকার আয়াত মরিয়ম পারিবারিক দাম্পত্য কলহের জেরে নৃশংসভাবে খুন হয়েছেন। অভিনেত্রীর স্বামী সাদ তাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের কারণে প্রাণ দিতে হয়েছে তাকে। পাকিস্তানি গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন ধরেই দাম্পত্য জীবনে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন টিকটক তারকা। মরিয়মের ওপর ক্ষোভ থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। ঘটনাটি ঘটে গত বুধবার ৩০ এপ্রিল।
বিজ্ঞাপন
পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস
এদিকে হত্যার অভিযোগের পর লাহোরের নবাব টাউন পুলিশ, অপরাধের ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় পুলিশ সুপারিনটেনডেন্ট ড. গায়ুর আহমেদ দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আয়াত মরিয়মকে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার স্বামী সাদকে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’ জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
পাকিস্তানি অভিনেতার সিনেমা নিষিদ্ধ
বলে রাখা ভালো, লাইফস্টাইল কনটেন্ট ও ডাবিং ক্লিপের জন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকে খ্যাতি লাভ করেন মরিয়ম। তিনি স্বামীর সঙ্গে লাহোরের নবাব টাউন এলাকায় থাকতেন।
ইএইচ/

