images

বিনোদন

স্বামীকে নিয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গায় গেলেন মেহজাবীন!

বিনোদন ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ০২:১৯ পিএম

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব চার হাত এক করেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। বিয়ের পর পেশাগত ও ব্যক্তিগত জীবন বেশ তৃপ্ত এই জুটি। সম্প্রতি দুইজন একসঙ্গে বিদেশের মাটি চষে বেড়াচ্ছেন। কখনও ফ্রান্স, কখনও ইতালি। সেখানে থেকে নিজেদের মধুর মুহূর্তগুলো ফেসবুকে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় দেড়টার দিকে ইতালির লেক কোমো থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে দুইজনকে বেশ রোমান্টি মুডে দেখা গেছে। ওই পোস্টের ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘আমি সবসময় শুনে এসেছি যে, লেক কোমো বিশ্বের অন্যতম রোমান্টিক স্থান। বিশেষ করে দম্পতিদের জন্য। সত্যিই এটি আমরা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। সত্যি বলতে, পুরো অভিজ্ঞতাটা ছিল যেন একটা স্বপ্নের মতো।’  

524313224_18520567381010426_268158926616264330_n

এরপর যোগ করেন, ‘আমাদের হানিমুনের কয়েকটা দিন এখানে কাটাতে পেরেছি। এখনকার শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে আমি কখনও ভুলবো না। লেক কোমোর কিছু ঝলক শেয়ার করলাম।’

বিয়ের পর ভাগ্য খুলেছে তারকা জুটির। গত ২০ ডিসেম্বর মুক্তি পায় প্রেক্ষাগৃহে। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পায় ছবিট। এরপর চলতি বছরের শুরুতেই দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নিল মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি। অন্যদিকে আদনান আল রাজীব নির্মিত ‘আলী’ সিনেমা কান চলচ্চিত্র উৎসবে   ‘স্পেশাল মেনশন’ (বিশেষ উল্লেখযোগ্য) স্বীকৃতি লাভ করে।  
  
ইএইচ/