দরজায় কড়া নাড়ছে কোরবানি ঈদ। ইতোমধ্যেই কোরবানির পশু কেনার ধুম পড়েছে। কোরবানির আগ মুহূর্তে ক্রেতারা ছুটছেন এক পাশুর হাট থেকে অন্য হাটে। অনেকে আবার পশু দেখতে ভিড় জামাচ্ছেন হাট গুলোতে। অন্য আট-দশজন মানুষের মতো শোবিজ তারকাও কোরবানির হাটে যাওয়ার জন্য ঈদের অপেক্ষায় থাকেন।
আসন্ন কোরবানি ঈদকে ঘিরে অন্যরকম আনন্দ কাজ করে। সম্প্রতি গণমাধ্যমে শৈশবে কোরবানি ঈদের স্মৃতির ঝাপি খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জানান, লুকিয়ে লুকিয়ে হাটে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এ বিষয়টি খুব ভালো লাগে আমার কাছে। ছোটবেলায় কোরবানি উপলক্ষ্যে বাসায় গরু-ছাগল কিনে আনার পর থেকেই আনন্দের বাঁধ ভেঙে যেত। কোরবানির ঈদ নিয়ে খুব মজার একটি স্মৃতি রয়েছে।’
মেহজাবিন যোগ করেন, ‘বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতে শুনতে একবার হাট দেখার খুব ইচ্ছা হলো। চাচাতো ভাইদের কাছে গরুর হাটে যাওয়ার আবদার করলাম। ভাইয়েরা আমাকে নিতে রাজি হলো না। আমি লুকিয়ে তাদের পিছু নিয়েছিলাম। কিন্তু হাটে গিয়ে ভিড়ের মধ্যে তাদের হারিয়ে ফেলি। ভয়ে হাটে বসে কি কান্না।’

সর্বশেষ তিনি বলেন, ‘হাটে ভাইদের হারিয়ে ফেললেও একসময় তাদের খুঁজেও পাই। এসব স্মৃতি মনে পড়লে একা একাই এখন হাসি। আবার সেসব দিনের কথা মনে হলে আনন্দও লাগে। যা এখন আর পাই না। সেই আনন্দ আর নেই।’
ইএইচ/

