বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ০২:০৫ পিএম
ভারতীয় বিনোদন অঙ্গনে গুরুত্বপূর্ণ নাম ফাহাদ ফসিল। অভিনয় দেখিয়েছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। এর বাইরে অসংখ্য সিনেমায় অভিনয় দিয়ে কুড়িয়েছেন প্রশংসা। তবে এত প্রশংসা ও জনপ্রিয়তাও পেয়েও অভিনয় থেকে সরে যেতে চান ফাহাদ। ক্যাবচালক হিসেবে জীবন কাটাতে চান।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়ালম ছবির জগতে অন্যতম সফল এ অভিনেতা জানিয়েছেন, অভিনয় ছেড়ে দিয়ে দেশে থাকতে চান না তিনি। স্পেনের বার্সেলোনা শহরে ক্যাবচালক হয়ে জীবন কাটাতে চান।

এর কারণ উল্লেখ করে ফাহাদ বলেন, ‘আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভাল লাগবে একটা মানুষকে তাঁর গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার।’
এরইমধ্যে নিজের সিদ্ধান্ত স্ত্রীকে জানিয়েছেন অভিনেতা। স্বামী পরিকল্পনা পছন্দ হয়েছে তার। জানিয়েছেন তিনিও ওই সময় পাশে থাকতে চান অভিনেতার।