শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাইফের হামলাকারীর আঙুলের ছাপ মিলেছে: মুম্বাই পুলিশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

সাইফের হামলাকারীর আঙুলের ছাপ মিলেছে: মুম্বাই পুলিশ

বাড়ি ঢুকে সাইফ আলী খানের ওপর হামলার অভিযোগে গ্রেফতার শরিফুল ইসলামের আঙুলের ছাপ মিলেছে বলে দাবি মুম্বাই পুলিশের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  

সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল শুক্রবার তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করে জানান, তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যা। অভিনেতার বাড়িতে ঢুকে তাকে আঘাত করার যে অভিযোগ পুলিশ দায়ের করেছে তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত!


বিজ্ঞাপন


সাইফের হামলাকারী বাংলাদেশি নন, দাবি আইনজীবীর

একই সঙ্গে এদিন তিনি আদালতে আবেদন জানান, তদন্ত শেষ হয়েছে। আর তাকে আটকে রাখার কোনো প্রয়োজন তিনি অন্তত অনুভব করছেন না। জামিনের আবেদনও করেন তিনি।

এদিকে শরিফুলের জামিন আবেদন নাকচের আবেদন জানিয়েছে মুম্বাই পুলিশ। জানানো হয়েছে, শরিফুলের আঙুলের ছাপ মিলে গেছে। তদন্তকারী পুলিশ আধিকারিকদের আরও দাবি, সইফের বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে যে ব্যক্তিকে ‘অপরাধী’ হিসাবে শনাক্ত করা হয়েছে তার সঙ্গে শরিফুলের মুখ মিলে গেছে। সেই রিপোর্টও তারা পেয়েছেন। একই ভাবে, অভিনেতার দেহ থেকে উদ্ধার হওয়া ছুরির টুকরোগুলির সঙ্গে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা ছুরির সাদৃশ্য রয়েছে। যা তারা আদালতে পেশ করতে চান।

হামলার দিন রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেন শরিফুল। ছুরি দিয়ে একের পর এক আঘাত করেন তিনি। এরপর জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর