বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১২:২৯ পিএম
‘সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে প্রবেশ করি। একটা পোস্ট দেখে থমকে গেলাম। পোস্টটি দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। চোখ কচলে আবার দেখলাম, তখনও বিশ্বাস হচ্ছে না মাইলস্ ব্যান্ড এর শাফিন আহমেদ আর নেই। তিনি মারা গেছেন। সত্যি শাফিন স্যার আপনি এতো তাড়াতাড়ি চলে যাবেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে তা কখনও ভাবিনি।’ এমন এক আবেগঘন পোস্টের মাধ্যমে জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেছেন তাঁর অনুরাগীরা।
২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) জনপ্রিয় সংংগীত শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী।

সামাজিকমাধ্যমে জনপ্রিয় গায়কের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা। শাফিনকে স্মরণ করে এক ভক্ত লিখেছেন, ‘আজ (২৪ জুলাই) জনপ্রিয় সংগীতশিল্পীর শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনে তিনি আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন, রেখে গেছেন তাঁর জাদুকরী কণ্ঠ। অনন্য বেস গানের ছন্দ আর নিজের সুরে গড়া অসাধারণ সব গান, যা বাংলা সংগীতে চিরকাল বেঁচে থাকবেন।’
শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।

এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সংগীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সেইসময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।
শাফিন আহমেদ বাংলাদেশি সংগীতশিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ডের সদস্য। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।
শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও হারানো প্রেম, ফিরে এলে না ও হ্যালো ঢাকা অন্যতম।
ইএইচ/