রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কানাডা মাতাবেন শাফিন আহমেদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৪, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

কানাডা মাতাবেন শাফিন আহমেদ 

গিটারের ঝংকার আর সুরের মায়ায় ব্যান্ড তারকা শাফিন আহমেদ এবার বাঁধবেন কানাডা প্রবাসী বাঙালিদের। দেশটির বাংলাদেশি কমিউনিটির ইনডোর ইভেন্ট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শুরু হবে (১৮ মে) শনিবার। সেখানেই মঞ্চ মাতাবেন এ গায়ক।

বর্তমানে টরন্টোতে অবস্থান করছেন শাফিন আহমেদ। কনসার্টটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার গানের জন্য টরন্টো অভিবাসী বাঙালিরা অপেক্ষা করছেন। এটি আমার জন্য অন্যরকমের আনন্দ এবং প্রাপ্তি। আশা করছি, আয়োজনটি সফল ও সার্থক হবে।’


বিজ্ঞাপন


সপ্তম বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন টরন্টোতে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন। প্রধান অতিথি থাকবেন টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ। এমনটিই জানিয়েছেন উৎসবের কর্ণধার সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু।

দীর্ঘদিন মাইলস ব্যান্ডের সঙ্গে পথ চললেও শাফিন আহমেদ ত্যাগ করেছেন দলটি। মন দিয়েছেন নিজের একক ক্যারিয়ারে। গেল ঈদে প্রকাশ করেছেন নিজের হিন্দি গান। ‘রুবারু’ শিরোনামের সে গানের কথা, সুর ও মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল আবু ইমরান তন্ময়ের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর