images

বিনোদন

ভালোবাসার মানুষকে অন্যের সঙ্গে দেখা সহজ নয়: অনুরাগের প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক

২২ জুলাই ২০২৫, ০৩:০৪ পিএম

২০১৫ সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী কল্কির বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর অভিনেত্রী অন্যত্র বিয়ে করলেও এখনও গাঁটছড়া বাধেননি অনুরাগ। সম্প্রতি নির্মাতার প্রথম স্ত্রীর মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন কল্কি। এরপর থেকে আলোচনায় অভিনেত্রী। এবার বিচ্ছেদের এক দশক পর ভারতীয় গণমাধ্যমকে বিচ্ছেদের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। 

কল্কির কথায়, ‘বিচ্ছেদের পর প্রথম প্রথম খুব কষ্ট হয়েছে। ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখাটা সহজ নয়। তবে ওঁর জীবন থেকে দূরে সরে যাওয়ার পর নিজেকে সামলে নিতে পেরেছিলাম। এখন মাঝে মধ্যে আমাদের দেখা হয়, কথা হয়। সম্পর্ক টিকে আছে।’

anurag

২০০৮ সালে ‘দেব ডি’ ছবির শুটিং চলাকালীন সময়ে কল্কি ও অনুরাগের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তিন বছরে প্রেমের সম্পর্ক পরিণয় পায় ২০১১ সালে। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছিল। বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন কল্কি। সে সময় মানসিক রোগের ডাক্তারের পরামর্শে সুস্থ জীবনে ফেরন অভিনেত্রী। 

অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেন কল্কি। ২০২৪ সালে গাই হার্সবার্গকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের আগে ২০২০ সালে মা হয়েছিলেন তিনি। বিয়ের আগে মা হওয়ার কারণে কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। 

ইএইচ/