বলিউডের কাজের সংস্কৃতি নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ। সম্প্রতি, তিনি ব্রাহ্মণ সম্প্রদায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। যার ফলে পরিচালকে ক্ষমা চাইতে হয়েছিল।
বিজ্ঞাপন
এবার ফের বোমা ফাটালেন তিনি। রাগঢাক ছাড়া সরাসরি ‘প্যান-ইন্ডিয়া’ ছবি ওপর তোপ দাগলেন বলিউড চলচ্চিত্র নির্মাতা। তিনি উল্লেখ করেন প্যান-ইন্ডিয়ার অধিকংশ ছবি বক্স অফিসে ব্যর্থ হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় প্যান-ইন্ডিয়া ছবি মানে বড় প্রতারণা। একটি ছবি তখনই প্যান-ইন্ডিয়া হয়ে ওঠে, যখন এটি গোটা ভারতে ভালো ব্যবসা করে। কীভাবে একটি ছবি তৈরি হওয়ার আগে প্যান-ইন্ডিয়া হতে পারে? একটি চলচ্চিত্র নির্মাণে তিন-চার বছর সময় লাগে।’
বিজ্ঞাপন
তিনি যোগ করেন, একটা ছবি নির্মাণের সঙ্গে অনেক লোক জড়িত থাকে। সিনেমা নির্মাণের জন্য বড় বাজেট করা হয় তবে সেই অর্থা অভিনেতারা পায়না। বরং বেশিরভাগ টাকা খরচ হয় বিশাল সেট তৈরি আর বাহ্যিক চাকচিক্যে। শেষমেশ দেখা যায়, এসব ছবির মধ্যে হয়তো ১ শতাংশ ব্যবসা করছে। বাকি সব মুখ থুবড়ে পড়ে।”

অনুরাগ কাশ্যপ আরও বলেন, ‘কিছু ছবি এমন সাফল্য পেয়েছে যা কেউ আশা করেনি, যেমন 'স্ত্রী ২'। এটি ভৌতিক কমেডির জগতের সূচনা করেছিল। 'উরি' সাফল্যর পর সবাই জাতীয়তাবাদী ছবি বানাতে শুরু করে। 'বাহুবলী'র পর সবাই প্রভাস বা অন্য কোনো অভিনেতাকে নিয়ে বড় ছবি বানাতে শুরু করে। 'কেজিএফ'-এর সাফল্যের পর সবাই এমন ছবি বানাতে শুরু করে এবং এখান থেকেই গল্পের অবনতি হতে থাকে।’
পরিচালক অভিযোগ করেন সবাই টাকার পেছনে দৌড়াচ্ছে। তিনি বলেন, ‘সবাই ৮শো, ৯শো বা হাজার কোটি টাকার পেছনে দৌড়াচ্ছে। এটা সত্য পরিসংখ্যান বাড়ছে, তবে গত ৫ বছরে মাত্র পাঁচ থেকে ছয়টি ছবি হাজার কোটির ক্লাবে পৌঁছাতে পেরেছে। যেখানে আমরা প্রতি বছর এক হাজারের বেশি চলচ্চিত্র নির্মাণ করছি!’
ইএইচ/

