images

বিনোদন

বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে নেগেটিভ গ্রুপের রক্তের অভাব

বিনোদন প্রতিবেদক

২১ জুলাই ২০২৫, ০৫:৫৬ পিএম

অভিনেতা ইমরান হাসো মানবিক হৃদয়ের। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ছুটে যান। পাশের দাঁড়ান বিপদগ্রস্থদের। আজ সোমবার উত্তরায় বিমান বিধ্বস্তে ঘটনায়ও বসে নেই তিনি। রক্ত দেওয়ার উদ্দেশ্য নিয়ে ছুটে গেছেন জাতীয় বার্ন ইউনিটে। সেখান থেকে ঢাকা মেইলইকে জানালেন, নেগেটিভ গ্রুপের রক্ত ঘাটতি দেখা যাচ্ছে। 

ইমরান বললেন, এই মুহূর্তে বার্ন ইউনিটে পর্যাপ্ত পরিমাণে পজিটিভ গ্রুপের ডোনার আছেন। তবে নেগেটিভ গ্রুপের অভাব। খুব একটা পাওয়া যাচ্ছে না। 

এ প্রসঙ্গে নিজের ফেসবুকে ইমরান লিখেছেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে আপাতত পজিটিভ ব্লাড লাগবে না। শুধুমাত্র নেগেটিভ হলে আসবেন। 

বার্ন ইউনিটে গিয়ে শুরুতে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইমরান। রক্ত দিতে আগ্রহীদের ঢুকতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে লিখেছিলেন, হ্যাঁ, এটাই বাংলাদেশ। বাচ্চারা ব্লাডের জন্য আহাজারি করছে। আমরা যারা এসেছি ব্লাড দিতে তারা এদের ভিড়ে ঢুকতে পারছি না। কারণ উপদেষ্টারা আসছেন কিছু স্বান্তনা বক্তব্য দেবেন আর আমাদের ভাইদের ফুটেজ লাগবেই।

বর্তমান পরিস্থিতি জানতে চাইলে ইমরান জানালেন এই মুহূর্তে বার্ন ইউনিটে অব্যবস্থাপনা নেই। রক্তদানে আগ্রহীরা ঢুকতে পারছেন। 

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ আর আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লাস চলাকালীন দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক।

দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে।