শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উত্তরায় বিমান বিধ্বস্ত, যা বললেন শাকিব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

উত্তরায় বিমান বিধ্বস্ত, যা বললেন শাকিব

সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের সরব উপস্থিতির কথা সবার জানা। কখনও তিনি সরব থাকেন নিজের সিনেমার প্রচারণা চালিয়ে। আবার কখনও সরব থাকেন বিভিন্ন দিবস ও উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করে। সোমবার (২১ জুলাই) উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে কাতর গোটা দেশে। এই ঘটনায় বেদনার্ত মেগাস্টার শাকিবও। 

সোমাবার (২১ জুলাই) হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শাকিব তাঁর ফেসবুকে লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’ 


বিজ্ঞাপন


জানা গেছে, ১টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ সময় শিক্ষার্থীদের দিগ্বিদিক্ ছোটাছুটি করতে দেখা গেছে। তথ্য বলতে, বিমান বাহিনীর এফ৭বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করে। উডার কয়েক মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর