images

বিনোদন

বিমান বিধ্বস্তের ঘটনায় যে আহ্বান করলেন অপু-বুবলী

বিনোদন ডেস্ক

২১ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে। এ ঘটনায় ১৯ জন নিহত এবং বহু আহত হয়েছেন। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শুধু সাধারণ মানুষই নয়, দেশের শোবিজ অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। 

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এক শোকবার্তায় লেখেন, ‘উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো।’

তিনি যোগ করেন, ‘ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।’ 

এদিকে অভিনেত্রী শবনম বুবলী একটি পোস্টে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন। এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন। সকল মা বাবাকে ধৈর্য দান করুন।’ এরপরই আহতদের রক্ত দেওয়ার জন্য হাসপাতালে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। 

ইএইচ/