images

বিনোদন

যে কারণে চেহারা বিকৃতি হলো উরফির

বিনোদন ডেস্ক

২১ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম

আলোচনায় থাকা যেন উরফি জাভেদের কাজ। কখনও অদ্ভুত ফ্যাশনের মাধ্যমে আবার কখনও মুখ খুলে আলোচনায় থাকেন তিনি। এবার আলোচনার কেন্দ্রে তাঁর ঠোঁট। সম্প্রতি একটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। যা দেখে হতবাক তাঁর অনুরাগীরা। ঠোঁট এতটাই ফুলে উঠেছে যে চেনা দায়। নেটিজেনদের প্রশ্ন কী হয়েছে উরফির?

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ঠোঁটের সৌন্দার্য বৃদ্ধির জন্য ফিলার্স ব্যবহার করেন। এবার তিনি নিজেই জানিয়েছেন, ঠোঁটের স্বাভাবিক চেহারা ফিরে পেতে ফিলার্স সরিয়ে ফেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।

গত শনিবার (১৯ জুলাই) থেকে চিকিৎসকের সাহায্যে ঠোঁটের ফিলার্স সরিয়ে ফেলার প্রক্রিয়াও শুরু করেছেন। ফিলার্স সরনোর একটি ছবি প্রকাশ করে সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘ফিলার্স সরিয়ে ফেলছি। বিশ্বাস করতে পারছি না। মাত্র ১৮ বছর বয়স থেকে ফিলার্স ব্যবহার করছি। নিজেকে ফিলার্স ছাড়া কত দিন দেখিনি! তবে এবার আবার করাব, একটু আলাদা পদ্ধতিতে।’

পরদিন রোববার (২০ জুলাই) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি ভিডিও প্রকাশ করেন উরফি। ওই ভিডিওতে দেখা গেছে, ইনজেকশন ফোটানো হচ্ছে তাঁর ঠোঁটে। ক্যাপশনে লিখেছেন, ‘এটা নতুন ফিলার্স নয়। বরং আমি পুরনোটা সরিয়ে ফেলছি। কারণ সবটা একদম খারাপ হয়ে গিয়েছিল। এখন আবার করাব, কিন্তু সূঁচ দিয়ে নয়।’ 

অনুরাগীদের উদ্দেশ্য করে উরফি লিখেছেন, ‘এই প্রক্রিয়া খুব যন্ত্রণাদায়ক, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন এমন কিছু না করেন।’

ইএইচ/