শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন ৩ বছর ধরে শারীরিক সম্পর্ক করেন না— জানালেন উরফি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

কেন ৩ বছর ধরে শারীরিক সম্পর্ক করেন না— জানালেন উরফি 

আলোচনায় থাকা যেন উরফি জাভেদের কাজ। কখনও অদ্ভুত ফ্যাশনের মাধ্যমে আবার কখনও মুখ খুলে আলোচনায় থাকেন তিনি। এবার আলোচনায় এসেছেন তিন বছর ধরে শারীরিক সম্পর্ক করেননি তিনি। কারণও ব্যাখ্যা করেছেন। 

উরফির কথায়, ‘প্রায় তিন বছর হলো কোনো পুরুষকে চুমু খাইনি।  কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হইনি। তবে এর নেপথ্যে একটি কারণ রয়েছে। তা হলো, আমি নিজেকে কথা দিয়েছি। যতদিন না পর্যন্ত আমার নিজস্ব জেট প্লেন হবে, ততদিন পর্যন্ত আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হব না! এখন সেটার অপেক্ষাতেই রয়েছি।’


বিজ্ঞাপন


 ‘কর লো ইয়ার’ নামে একটি টক শো শুরু করেছেন উরফি। সেটির প্রচারণায় এসেছিলেন সম্প্রতি। সেখানেই শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন উরফি। 

টিভি অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল উরফির। তবে আলোচনায় আসেন বিগ বসের মাধ্যমে। পরে উদ্ভট  পোশাক পরে সামাজিক মাধ্যমে নিজেকে মেলে ধরাই যেন পেশা হয়ে দাঁড়ায় তার। সেইসঙ্গে জোটে তারকা খ্যাতি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর