বিনোদন ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১২:৫৮ পিএম
নেমে এলো বিশ্ব অভিনয়ে জগতে শোকের ছায়া। মারা গেলেন ‘মিশন: ইম্পসিবল’-এর অভিনেতা টম ট্রুপ। গত ১৫ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে বেভারলি হিলসে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রতিনিধি হারলান বোল অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
ছয়দশক ধরে হলিউডে রাজত্ব করেছেন টম ট্রুপ। তাঁর ঝুলিতে আছে ‘মিশন ইম্পসিবল’, ‘স্টার ট্রেক’, ‘ফ্রেসিয়ার’ এবং ‘চিয়ার্স’-এর মতো সুপারহিট ছবি। সিনেমাতে অভিনয় ছাড়াও তিনি মঞ্চে ও ছোটপর্দা অভিনয় করেছেন।

১৯২৮ সালের ১৫ জুলাই মিসৌরির কানসাস সিটিতে জন্মগ্রহণ করেছিলেন ট্রুপ। যদিও তিনি স্থানীয় থিয়েটার দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৯৪০ সালে নিউইয়র্ক সিটিতে চলে আসেন। এরপর তিনি হার্বার্ট বার্গোফ স্টুডিওতে উটা হ্যাগেনের অধীনে অভিনয় বিষয়ে পড়াশোনা করেন।
১৯৫৭ সালে ‘দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্কের’ মাধ্যমে ব্রডওয়েতে ট্রুপের অভিষেক ঘটে। পরবর্তীতে ১৯৫৮ সালে লস অ্যাঞ্জেলেসে চলে যান। সেখানে থেকেই তাঁর হলিউড যাত্রা শুরু হয়। বছরের পর বছর ধরে, তিনি দ্য ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট, সিএইচআইপিএস, ক্যাগনি অ্যান্ড লেসি, ইআর, নটস ল্যান্ডিং এবং মার্ডার, শি রাইট-এর মতো একাধিক জনপ্রিয় টিভি শোতে অভিনয় করেছেন।

৬০ বছরের অভিনয় জীবনে পর্দায় বেশিরভাগ সময় তাঁর স্ত্রী ক্যারোল কুকের সঙ্গে অভিনয় করেছেন। ২০২৩ সালে তাঁর স্ত্রী মারা যান। তাঁরা জুটি বেঁধে একসঙ্গে ‘দ্য লায়ন ইন উইন্টার’, ‘ফাদার্স ডে’ এবং ‘দ্য জিন গেম’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।
ইএইচ/