বিনোদন ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১১:২৫ এএম
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য সম্প্রতি কাজে অনিয়মিত হলেও নানা মন্তব্যে কারণে আলোচনায় থাকেন। এবার কেকে-এর (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যু নিয়ে বিস্ফরক দাবি করলেন অভিজিৎ। তিনি জানিয়েছেন, বিশ্বাসঘাতকতার শিকার হয়ে হার্ট অ্যাটকে মারা গেছেন কেকে।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে নিজের সংগীতজীবন নিয়ে খোলামেলা কথা বলেন অভিজিৎ। স্বভাবসিদ্ধ ঢঙে, বলিউডের অনেক গোপন কথা ফাঁস করেন তিনি। ওই সাক্ষাৎকারে তাঁর ঘনিষ্ঠ বন্ধু জনপ্রিয় গায়ক কেকে-এর মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে অভিজিৎ বলেন, ‘কেকে-এর সঙ্গে অনেক বড় ধোঁকাবাজি হয়েছে। কেকে যে পরিচালকের কাজ করত, সে ভেতরে ভেতরে হিংসা করত। তিনিই ছিলেন একমাত্র তোতলানো সংগীত পরিচালক। তিনি কথা বলতে পারতেন না, গান গাইতে পারতেন না। হঠাৎ করেই ওই পরিচালক কৃষ্ণকুমার কুন্নাথকে বাদ দিয়ে বিদেশ থেকে গান আমদানি শুরু করেছিলেন। যখন পাকিস্তানিদের নিষিদ্ধ করা হয়েছিল, তখন সে দুবাই গিয়ে রেকর্ড করত।’
কেকে-র মৃত্যু প্রসঙ্গ টেনে অভিজিৎ আরও বলেন, ‘কেকে এ সমস্ত কর্মকাণ্ডে খুব অসন্তুষ্ট ছিলেন। তিনি খুব দুঃখ পেয়েছিলেন। আমি জানি। এমনিতে তো আর কারও হার্ট অ্যাটাক হয় না! কেকে যে গানগুলো গেয়েছিলেন সেগুলো সম্ভবত আমিও গাইতে পারতাম। ওই পরিচালকে পরিচিত করেছে কেকে। যারা নিজের নাম হয়ে গেলে অন্য পথ খুঁজে বের করেন, এ লোকেরা নিজের বাবা-মা এবং পরিবারের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করতে পারে। এ মানুষগুলো এমনই বিশ্বাসঘাতক!’

বলে রাখা ভালো, ২০২৩ সালের ৩১ মে হার্ট অ্যাটাকে ফলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেকে। সে সময় চিকিৎসকেরা বলেছিলেন, হার্টের ব্লকেজই তাঁর জন্য কাল হয়েছে। অনেক আগেই হার্টের ব্লকেজের ধরা পড়ে। তবে সেই কথা কাউকে জানাননি তিনি।
ইএইচ/