images

বিনোদন

কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন ফরিদা পারভীন— জানালেন তাঁর স্বামী

বিনোদন ডেস্ক

২০ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম

লালন সম্রাজ্ঞী খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় গত দুই সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি গায়িকার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, ফরিদা পারভীন আগের থেকে সুস্থা আছেন। তিনি কথা বলতে পারছেন।  

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার বিষয়ে জানতে গায়িকার স্বামী গাজী আবদুল হাকিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ঢাকা মেইলকে বলেন,’এ মাত্র আমি হাসপাতাল থেকে বের হয়ে রেডিওতে যাচ্ছি। গতকালকে একটি ডায়ালাইসিস হয়েছে। এখন তিনি কথা বলছেন এবং কেবিনে আছেন।’ 

Farida-parveen

হাসপাতাল থেকে কবে বাড়ি ফিরতে পারবেন লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন? এমন প্রশ্নের জবাবে গাজী আবদুল হাকিম বলেন, ‘দুই-একদিনের মধ্যে রিলিজ দেবে। কিন্তু আমি চাই, তাঁর (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা আরও একবার চেক আপের পর রিলিজ হোক।’ 

একুশ পদক প্রাপ্ত গায়িকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে অনুরাগীরা হাসপাতালে ভিড় জমাতে থাকেন। এখনও অনেকেই হাসপাতালে ছুটে আসছেন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে। তবে শরীরিক অবস্থা বিবেচনায় পরিবারের সদস্যা ছাড়া কেউ দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন ফরিদা পারভীনের স্বামী।

অনেকদিন ধরেই কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। সঙ্গে রয়েছে ফুসফুসের রোগসহ নানা জটিলতা। বছরের শুরুতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল তার। সেসময় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।  

ইএইচ/