একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গত কয়েক বছর যাবত তিনি কিডনির রোগে ভুগছেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এরইমধ্যে নেটদুনিয়ায় খবর ছড়িয়েছে আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা নিতে পারছেন না ফরিদা পারভীন।
এ বিষয়ে জানতে সংগীতশিল্পীর স্বামী গাজী আব্দুল হাকিমের সঙ্গে মুঠোফনে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে তিনি জানান, সরকারের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইছেন না। পরিবারে পক্ষ থেকে ফরিদার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলা হচ্ছে।
বিজ্ঞাপন
গাজী আব্দুল হাকিমের কথায়, ‘আমরা আর্থিকভাবে যথেষ্ট স্বচ্ছল। ওনার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন নেই। ওনার চিকিৎসা ব্যয় আমরা নিজেরাই বহন করাতে পারি। কিন্তু উনি তো একুশে পদক প্রাপ্ত সংগীতশিল্পী। ওনার প্রতি রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলে স্বামী হিসেবে আমার শান্তি লাগত। আমরা আর্থিক সহায়তা চাচ্ছি না।’

তিনি যোগ করেন, ‘বর্তমানে ফরিদা গুরুতর অসুস্থ। বিদেশে নেওয়া যাবে কিনা সেটা তো আমরা বলতে পারি না। দেশে আরও অভিজ্ঞ ডাক্তার আছেন। বড় বড় হাসপাতাল আছে। কিডনি বিশেষজ্ঞ ডাক্তার আছেন। তারা সবাই কি বলছেন? গুরুতর অসুস্থতার কারণে যদি বিদেশে নেওয়া না যায়। দেশে তো ৫টা ভালো মেডিকেল আছে। সেখানে কোথাও চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আমরা তো রাষ্ট্রের কাছে টাকা চাচ্ছি না। উন্নত চিকিৎসা চাই।’
বিজ্ঞাপন
বলে রাখা ভালো, ২০১৯ সাল থেকে কিডনি রোগে আক্রান্ত গুণী এ সংগীতশিল্পী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। কিডনির রোগ, ফুসফুসের রোগসহ আরও কয়েকটি জটিলতা রয়েছে।
ইএইচ/

