images

বিনোদন

এখনও খোঁজ মেলেনি, বাবাকে ফিরে পেতে প্রসূনের আকুতি 

বিনোদন ডেস্ক

১৯ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম

এখনও খোঁজ মেলেনি অভিনেত্রী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেনের। আজ শনিবার দুপুরের দিকে অভিনেত্রী সামাজিক মাধ্যমে জানান, তার বাবার নিখোঁজ সংবাদ। দুপুর গড়িয়ে বিকেল হলেও মেলেনি সন্ধান। নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খবরটি। 

সবশেষে প্রসূন লিখেছেন, এখনও কোনো খবর পাইনি। সঙ্গে বাবার সঙ্গে শৈশবের ছবি যুক্ত করেছেন অভিনেত্রী। এর আগে এক পোস্টে তিনি লিখেছিলেন, মালিবাগের আশেপাশে যারা থাকেন সম্ভব হলে আপনার এলাকার হসপাতালে খোঁজ করবেন? আমি থানায় আছি। আমার আব্বু ইনসুলিন নিয়ে বের হয়নি। 

প্রসূন আজাদ জানান, গতকাল শুক্রবার বিকেল ৪টায় বাড়ি থেকে বের হন তার বাবা। এ সময় তার পরনে ছিল লুঙ্গি ও পান্জাবি। অভিনেত্রীর কথায়, ‘আম্মু ভেবেছে এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই ফিরবে। গতকাল বিকাল ৪টায় বের হইয়েছে। গতকাল বিকাল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নাই। আমরাও পাচ্ছি না। আম্মু ভোরবেলা পর্যন্ত রাস্তায় রাস্তায় খুঁজে ক্লান্ত।’

সে সময় ঢাকা মেইলকে প্রসূন বলেছিলেন, ‘আমার বাবা ডায়বেটিক ও প্রেশারের রোগি। তার কোনো মানসিক সমস্যা নেই। এর আগে এরকম কখনও হয়নি।’ অভিনেত্রী জানিয়েছিলেন, নিখোঁজ বাবার সন্ধান পেতে থানায় যাচ্ছেন তারা। 

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার তৃতীয় অবস্থান অধিকার করে আলোচনায় আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন অভিনয়ে। তবে বর্তমানে অভিনয়ের চেয়ে ঘর-সংসার নিয়ে বেশি ব্যস্ত অভিনেত্রী।