images

বিনোদন

কত রুপিতে মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান?

বিনোদন ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ০৭:০৯ পিএম

মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন বলিউড অভিনেতা সালমান খান। পাঁচ কোটি পয়ত্রিশ লাখ রুপিতে বান্দ্রারার একটি ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর)-এর ওয়েবসাইটের নথি থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা হিসেবে পরিচিত বান্দ্রা। এই এলাকায় দীর্ঘদিন সপরিবারে বসবাস করেন বলিউড ভাইজান। বান্দ্রায় একাধিক সম্পত্তি ও ফ্ল্যাট রয়েছে অভিনেতার। 

হঠাৎ করে ফ্ল্যাট বিক্রির খবরে ভক্তদের কপালে চিন্তার ভাজ। অনেকেই ধারণা করছেন প্রাণনাশের হুমকি থাকায় ফ্ল্যাট বিক্রি করে অন্য কোথাও চলে যাচ্ছে। তবে হত্যার হুমকির পরও চিন্তার লেশমাত্র নেই ভাইজানের চেহারায়।

516923517_18524130346043006_8906215962427244680_n

জানা গেছে, ফ্ল্যাটটি বান্দ্রারার ‘শিব আস্থান হাইটস’ আবাসনে অবস্থিত। এটি বিক্রির জন্য প্রায় ৩২ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ লাখ রুপি রেজিস্ট্রেশন ব্যয় হয়েছে। সবমিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি রুপিতে বিক্রি হয়েছে ফ্ল্যাটটি। 

বলে রাখা ভালো, ‘সিকান্দার’-এর পর এবার ভারত-চীন যুদ্ধের গল্প নিয়ে পর্দায় ফিরছেন সালমান খান। ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে শহিদ কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এ ছবিতে ভাইজানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রাঙ্গদা সিং।  

ইএইচ/