শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের ইঙ্গিত দিয়েই যে নারীর কাছে ছুটে গেলেন সালমান খান! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

বিয়ের ইঙ্গিত দিয়েই যে নারীর কাছে ছুটে গেলেন সালমান খান! 

গতকাল বুধবার ছিল সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। দিনটিতে বোনের স্বামীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভাইজান ইঙ্গিতে জানান তিনিও ভগ্নিপতির শ্রেষ্ঠ স্বামী ও বাবা হতে চান। পর্দার টাইগারের এমন বার্তায় যখন উচ্ছ্বসিত ভক্তরা তখন সালমান ছুটলেন অন্য নারীর কাছে।

কৌতূহলী মনে প্রশ্নের উদ্রেক, কে সেই নারী? তিনি সালমানের প্রাক্তন প্রেমিকা বলিউড লাস্যময়ী সঙ্গীতা বিজলানি। গতকাল বুধবার রাতে প্রাক্তনের জন্মদিনের উৎসবে যান অভিনেতা। 
সেখানেও তাকে ঘিরে ঘটেছে এক কাণ্ড। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সে ভিডিও। তাতে দেখা গেছে, সালমানের সামনে মায়ের কোলে একরত্তি। ভাইজানকে দেখেই আনন্দে হাসছে সে। অনুরাগীদের বক্তব্য, ছোট থেকে এই শিশু সালমানের ভক্ত হয়ে উঠেছে।

salm_20251229_163320391

সালমান-সঙ্গীতার প্রেমের কথা অনেকের জানা। তাদের বিয়েও প্রায় হয়ে গিয়েছিল। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, “সঙ্গীতা বিজলানির সঙ্গে আমার বিয়ের দিনক্ষণ সব পাকা হয়েছিল। এমনকি কার্ডও ছাপতে দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু সেই বিয়েটা বাস্তবায়িত হয়নি।”

বিষয়টি নিয়ে ইন্ডিয়ান আইডলের একটি বিশেষ এপিসোডে উপস্থিত হয়ে সঙ্গীতা বলেছিলেন, হ্যাঁ এটা ঠিক। আমাদের সত্যিই বিয়ের কার্ড ছাপানো হয়েছিল। সঙ্গীতার মুখে এই কথা শুনে বিশাল জিজ্ঞাসা করেছিলেন, তারপর কী হলো? 

salman-khan-20220130111041_(1)

সঙ্গীতার কথায়, ৮ বছর সম্পর্ক ছিল তাদের। কিন্তু বিয়ের এক মাস আগে হঠাৎ করেই সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে যায়। সঙ্গীতা সরাসরি কারোর নাম না নিলেও পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির জন্যই যে সমস্ত ঘটনাটি ঘটেছিল, সেটা সঙ্গীতার হাবেভাবেই স্পষ্ট হয়ে যায়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর