images

বিনোদন

মিথিলা বাজাচ্ছেন, গাইছে আইরা

বিনোদন ডেস্ক

১৫ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম

বাবা-মা দুজনের ভালোবাসা পেয়ে বেড়ে উঠছে আইরা। কখনও সামাজিক মাধ্যমে সে ধরা দেয় বাবা তাহসান খানের সঙ্গে। আবার কখনও মা রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ঢাকা, কলকাতায়। আইরাকে ভালোবাসা দেন সৃজিত মুখোপাধ্যায়ও।

এবারের সময়টা যেন শুধু মা-মেয়ের। তেমনই দেখা গেল মিথিলার স্টোরিতে দেওয়া ছোট এক ভিডিওতে। ওই ভিডিওতে দেখা গেছে, মায়ের পাশে বসে ইংরেজি গান গাইছে আইরা। আর তাতে গিটার সঙ্গত করছেন মা মিথিলা। 

tahsan-20170720162019

মরিচ বাতির আলোয় দেখা যাচ্ছে মা-মেয়ের সে নিজস্ব সময়। যেখানে সুরের জালে বুঁদ দুজন। নেটিজেনদেরও মনে ধরেছে আইরা-মিথিলার ভিডিও। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে বিষয়টি।

একজন লিখেছেন, অনেক সুন্দর মা য়েয়ের গান। আরেকজনের কথায়, মা মেয়ের অসাধারণ প্রতিভা। অন্য একজন লিখেছেন, মা মেয়ের ভালোবাসা। এছাড়া অনেকেই প্রকাশ করেছেন মুগ্ধতা। কেউ কেউ গানগুলো নিয়মিত সামাজিক মাধ্যমে আপলোডের অনুরোধও জানিয়েছেন। 

145839315705-3fc1a9e7-da84-4f81-8894-3d63c621306f

২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান-মিথিলা। ২০১৩ সালের ৩০ জুলাই জন্ম হয় কন্যা আইরা তাহরিম খানের। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।