বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

আইরার প্রতিবাদ, তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা সৃজিতের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৪, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

আইরার প্রতিবাদ, তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা সৃজিতের 

বাবা প্রতিবাদে সরব সামাজিক মাধ্যমে, মা নেমেছেন রাস্তায়। মুখ বুজে নেই একরত্তি মেয়েটিও। চলমান এ পরিস্থিতিতে তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার কন্যা আইরাও নিয়েছে ছাত্রদের পক্ষ। ছবি এঁকে জানিয়েছে প্রতিবাদ। সামাজিক মাধ্যমে তা প্রকাশ করে বিশেষ বার্তা দিলেন সৃজিত মুখোপাধ্যায়।

নিজের ফেসবুকে আইরার আঁকা ছবি প্রকাশ করেছেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় কিছু মৃতদেহ পড়ে আছে। পাশে কিছু মানুষের জমায়েত। তাদের কারও হাতের পোস্টারে ইংরেজিতে লেখা, ‘‘আমরা বিচার চাই।’’ আবার কোনো ব্যানারে লেখা হয়েছে, ‘‘আমরা স্বাধীনতা চাই।’’ ছবিটির ওপরের দিকে বাংলাদেশের দেশাত্মবোধক গানের কথা, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’


বিজ্ঞাপন


ছবিটি আইরার আঁকা জানিয়ে সৃজিত লিখেছেন, ‘‘সম্ভবত আমার ছোট্ট রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি।’’ সৃজিত জানিয়েছেন তিনি মেয়েকে নিয়ে যতটা গর্বিত, আইরার মা রাফিয়াত রশিদ মিথিলা এবং বাবা তাহসান রহমান খানের জন্যও ততটাই গর্বিত। 

নিজের ওই পোস্টে মিথিলার পরিবারের কয়েকজনকে মেনশন করেছেন সৃজিত । সঙ্গে রেখেছেন তাহসানকেও। এদিকে সৃজিতের পোস্ট চোখে পড়েছে মিথিলার। মেয়ের আঁকা ছবি দেখে করেছেন মন্তব্য। আইরার মানুষ হয়ে ওঠার পেছনে পশ্চিমবঙ্গের যাদের অবদান আছে তাদের নামও লিখেছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর