images

বিনোদন

অভিনেত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে যে বার্তা দিয়েছিলেন

বিনোদন ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ০১:৪১ পিএম

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুতে তোলপাড় সামাজিক মাধ্যম। তার মরদেহ উদ্ধারের পর দেশটির পুলিশ আন্দাজ করেছিল সপ্তাহ দুয়েক আগে মৃত্যু হতে পারে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট জানায় প্রায় ৮-১০ মাস ধরে মরদেহটি বন্ধ ঘরে পড়েছিল। 

এই নিয়ে যখন হইচই তখন আলোচনায় অভিনেত্রীর কণ্ঠস্বর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীর একটি কণ্ঠস্বর ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেছেন, ‘‘কাজের জন্য ব্যস্ত, আজ এখানে কাল সেখানে। খুব খুশি তুমি মক্কায় গিয়েছো। আমার জন্য প্রার্থনা করবে। অনেকটা প্রার্থনা। তোমার এই ছোট্ট বোন বা বন্ধু যাই বল না কেন তার কেরিয়ারের জন্য প্রার্থনা কর।’’ কার উদ্দেশে এমন বার্তা দিয়েছিলেন হুমাইরা, সেটা স্পষ্ট নয়।

huu_20250711_173601244

এদিকে অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন উঠে এসেছে বীভৎস চিত্র। অভিনেত্রীর শরীর মারাত্মকভাবে পচে গিয়েছিল। যার ফলে শরীরের কিছু অংশে মাংস, আঙুল ও নখ আলাদা হয়ে গেছে। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিনেত্রীর শরীরের হাড়গুলো স্পর্শ করার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছিল। হাড়ে কোনো ফ্রাকচার শনাক্ত করা যায়নি। মাথা ও মেরুদণ্ড অক্ষত। তবে মেরুদণ্ডের কোনো কোনো কর্ড পাওয়া যায়নি। মরদেহ ঘিরে বাদামি রঙের পোকামাকড় ছিল। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনটি তৈরি করেছেন পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ। 

Humair_ali_20250711_173823976

দেশটির গণমাধ্যম জানায়, অভিনেত্রী হুমাইরার শরীরে পচনের মাত্রা এমন পর্যায়ে গেছে যে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা অসম্ভব হয়ে উঠেছে। তবে ডিএনএ প্রোফাইলিং এবং টক্সিকোলজি টেস্ট চলছে। 

বলে রাখা ভালো, অভিনেত্রী যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের ভাড়া ২০২৪ সাল থেকে পরিশোধ করেন না হুমাইরা। বাধ্য হয়ে বাড়ির মালিক আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশে গত ৮ জুলাই অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ভেতর প্রবেশ করে হুমাইরার মরদেহ দেখতে পায় পুলিশ।