শোকের ছায়া পাকিস্তানি সিনেমা অঙ্গনে। কেননা সেখানকার জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান আর নেই। আজ শুক্রবার (২০ জুন) করাচির গুলশান-ই-ইকবাল এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
করাচির পুলিশ জানিয়েছে, মরদেহ প্রায় এক সপ্তাহ আগের বলে ধারণা করা হচ্ছে। অভিনেত্রী ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেত্রীর প্রতিবেশিরা তার পরিবারকে জানায়, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশ জানিয়েছে, অভিনেত্রী আয়েশা খানের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে জানাজার নামাজের সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে জিন্নাহ মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।
অভিনেত্রীর মৃত্যুতে আর্টস কাউন্সিল অব পাকিস্তানের সভাপতি আহমেদ শাহ বলেন, ‘দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। তার মৃত্যু দেশের (পাকিস্তান) নাট্যজগতের জন্য বিরাট ক্ষতি।’
_20250620_131249964.jpg)
দীর্ঘ অভিনয় জীবনে ‘আফশান’, ‘আরুসা’, ‘ফ্যামিলি ৯৩’-এর মতো জনপ্রিয় টিভি নাটকে অভিনয়ের জন্য তারকা খ্যাতি পান। ১৯৪৮ সালে কারাচিতে জন্মগ্রহণ করেন আয়েশা খান।
ইএইচ/

