বিনোদন প্রতিবেদক
১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ এএম
বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কিডনি রোগ ও শারীরিক নানা জটিলতা নিয়ে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হলে গায়িকার উন্নত চিকিৎসার জন্য গত বুধবার ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়।
বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা চলছে। একুশে পদক প্রাপ্ত সংগীতশিল্পীর শারীরিক অবস্থার সর্বশেষ জানতে তাঁর স্বামী গাজী আবদুল হাকিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘এখন আগের থেকে একটু ভালো আছেন। ডাক্তাররা সারাক্ষণ দেখছেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

৭০ বছর বয়সী লালনগীতি শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা এবং ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। কিছু দিন আগে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। পরে জানানো হয়, তিনি বেঁচে আছেন।
বলে রাখা ভালো, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান দিয়ে সংগীতজীবন শুরু করেন ফরিদা পারভীন। পরে লালনসংগীত দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান তিনি।
ইএইচ/