images

বিনোদন

যারা কাজ দেবেন তাঁরা আমাকে যোগ্য ভাবেন না: বিপ্লব চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক

০৮ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম

টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন অর্ধশত সিনেমা। একসময় অভিনেতাকে ছাড়া ভারতের বাংলা ছবি কল্পনা করা যেত না। এখন তা শুধু স্মৃতি। দীর্ঘদিন ধরে কোনো পরিচালক তাঁকে কাজের জন্য ডাকেন না। অভিনেতার ৭৮তম জন্মদিনে ভারতীয় গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন তিনি। 

১৯৪৬ সালের ৮ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেতা। বয়স বেড়েছে তবুও অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে গেছে। ভালো গল্প পেলে এখনও ক্যামেরার সামনে দাঁড়াতে চান। তবে অভিনেতার কণ্ঠে হতাশা, কাজের সুযোগ কোথায়? বর্তমান প্রজন্মের পরিচালকরা তাঁকে অযোগ্য ভাবেন বলে মনে করেন বিপ্লব। 

1638776590_biplab

অভিনেতার ভাষ্য, ‘আমি এখন কাজ পারি না, তাই আমাকে বর্তমান প্রজন্মের পরিচালক-প্রযোজকরা ডাকেন না। দর্শকের কাছে আজও আমি একজন প্রতিভাবান অভিনেতা। কিন্তু, যাঁরা আমাকে কাজ দেবেন তাঁরা ভাবেন আমি যোগ্য নই। এমনকি একসময় যাদের সঙ্গে কাজ করেছি তাঁরাই কোনো খোঁজ খবর নেয় না। জন্মদিনের শুভেচ্ছা জানানো তো দূর অস্ত।’

হতাশার সুরে বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, ‘আমি ব্যর্থ। সবাই নিজের কাজে ব্যস্ত, আমার মতো মানুষের জন্য তাঁদের কাছে সময় কোথায়? তবে আমি আজ আর অবাক হই না। কারণ সময় বদলেছে। আমরা যে নিয়মে চলেছি, আজ আর কেউ সেই নিয়মের গণ্ডি মেনে চলে না। জগৎটা একদম বদলে গেছে, সম্পূর্ণ আলাদা।’

20220804_201104_0000

অভিনেতা জানিয়েছেন, জন্মদিনকে ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই। বাঙালি পরিবারে যেমন ঘরোয়া খাওয়াদাওয়া হয় সেইরকমই হয়েছে। অভিনেতার কথায়, ‘আমি তো আর নেতা-মন্ত্রী নই যে চুরি করে টাকা উপার্জন করেছি, আর সেই টাকায় কবজি ডুবিয়ে খাব। অত্যন্ত সাধারণ মানুষ আমি, তাই জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই।’ 

ইএইচ/