রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টলিউডে ফের বিচ্ছেদে সুর, কার ঘর ভাঙছে এবার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

টলিউডে ফের বিচ্ছেদে সুর, কার ঘর ভাঙছে এবার

তারকাদের সংসার যেন তাসের ঘর। আজ গড়ছে তো কাল ভাঙছে। এবার ফের টলিউডে বিচ্ছেদের গুঞ্জন। ঘর ভাঙছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তীর। এমন গুঞ্জন ভাসছে টলিপারার বাতাসে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

গতকাল শনিবার পৃথা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। নিজের পোস্টে লিখেছেন, ‘আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহবিচ্ছেদ নিলাম। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।’ 


বিজ্ঞাপন


পৃথার এই ঘোষণায় হতবাক টলিপাড়া থেকে অনুরাগী মহল সকলেই। তবে মুখ খোলেননি সুদীপ। তাই ঘটনার সত্যতা নিয়ে রয়েছে সংশয়।

১০ বছরের দাম্পত্য জীবন সুদীপ-পৃথার। দুজনের বয়সের ব্যবধান ২৫ বছরের। দুই পুত্র সন্তানের জনক-জননী তারা। কিছুদিন আগে ছোটপর্দায় এক গেম শো ‘ইস্মার্ট জোড়ি’তে অংশ নিয়েছিলেন। সেখানে তাদের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের।

এর আগে সুদীপ বিয়ে করেছিলেন অভিনেত্রী দামিনী বেণি বসুকে। তার সঙ্গে সম্পর্কের সুতা কাটতেই ঘরে তোলেন পৃথাকে। ভালোই চলছিল দাম্পত্য জীবন। হঠাৎ বিচ্ছেদের সুরে চিন্তিত নেটিজেনরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর