images

বিনোদন

যে কারণে ‘ওয়ার ২’-এর প্রচারে একসঙ্গে থাকছেন না হৃতিক-এনটিআর

বিনোদন ডেস্ক

০২ জুলাই ২০২৫, ০৩:৪৫ পিএম

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ওয়ার ২’-এর জন্য মুখিয়ে আছেন হৃতিক রোশন ও এনটিআর জুনিয়রের অনুরাগীরা। কেননা এ ছবিতে এক হয়েছেন এ দুই সুপারস্টার। কিন্তু প্রচারণায় তারা একে অন্যের ছায়াও মাড়াবেন না বলে জানা গেল।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির ছয় সপ্তাহ বাকি আছে। এরইমধ্যে শুরু হয়েছে প্রচারণা। কিন্তু একসঙ্গে দেখা যাবে না হৃতিক রোশন ও এনটিআর জুনিয়রকে। 

84386f04c1408b0b1f7d94c87340af0e-66f7d942c288f

তবে ভাবার অবকাশ নেই যে দ্বন্দ্বে জড়িয়েছেন হৃতিক-এনটিআর। কেননা এটি মূলত ছবির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের কৌশল। বরাবরই নিজেদের ছবির প্রচারণায় কৌশলী প্রতিষ্ঠানটি। 

সূত্রের দাবি, ‘ওয়ার ২’তে হৃতিক- জুনিয়র এনটিআরের এই সংঘর্ষ রক্তাক্ত, ধ্বংসাত্মক এবং একেবারে অ্যাকশন-প্যাকড হবে। দর্শক প্রথমে পর্দায় এই শত্রুতা দেখুক, তারপর ক্যামেরার পেছনে তাদের বন্ধুত্বের রসায়ন উপভোগ করুক—এটাই যশ রাজ ফিল্মস-এর মূল উদ্দেশ্য।

hrithikroshan1747750613

‘ওয়ার ২’-এর প্রথম কিস্তি ‘ওয়ার’মুক্তি পায় ২০১৯ সালে। ছবিটির মাধ্যমে স্পাই ইউনিভার্সে নাম লেখালেন এনটিআর জুনিয়র। ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।