শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে হৃতিকের ‘ফাইটার’? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ১২:২১ পিএম

শেয়ার করুন:

একই দিনে মুক্তি পাবে হৃতিকের ‘ফাইটার’? 

গত বছর ‘পাঠান’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন ঘটেছে শাহরুখ খানের। ‘টাইগার থ্রি’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ফিরে পেয়েছেন সালমান খান। সমসাময়িকরা যখন দাপট দেখতে ব্যস্ত তখন গা ঝাড়া দিয়েছেন হৃতিক রোশন। আগামী ২৫ জানুয়ারি তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন নতুন সিনেমা ‘ফাইটার’ নিয়ে।

নতুন খবর হচ্ছে হৃতিকের ‘ফাইটার’একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এরক্ম আভাস দিয়েছেন পরিচালক ও বিদেশি ছবির আমদানিকারক অনন্য মামুন। সামাজিক মাধ্যমে এ বার্তা দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সৌরভের বায়োপিক থেকে বাদ পড়লেন রজনীকান্তের কন্যা

গতকাল শুক্রবার নিজের ফেসবুকে ‘ফাইটার’-এর ছবি পোস্টার প্রকাশ করে মামুন লিখেছেন, সব ঠিক থাকলে  ‘ফাইটার’ নিয়ে দেখা একই সাথে বাংলাদেশে।

418514393_10211254371632840_8610293683627563060_n

এদিকে এর মাধ্যমে প্রথম কোনো হিন্দি ছবি থ্রিডি ভার্সনে দেখার সুযোগ মিলবে দর্শকদের। এরকম জানিয়ে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার মামুন লিখেছেন, ‘এই প্রথম বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি ছবি থ্রিডি ও টুডি একসাথে উপভোগ করার সুযোগ পাবেন।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: সুহানার প্রেমিককে যে বার্তা দিলেন গৌরী খান

ফাইটার প্রযোজনা করেছে ভায়াকম১৮ মোশন পিকচার্স। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে হৃতিকের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয় প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর