বিনোদন ডেস্ক
০২ জুলাই ২০২৫, ০১:২৩ পিএম
প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছেন আমির খান। কদিন আগে প্রেয়সীকে সম্মুখে এনেছেন তিনি। তবুও পিছু ছাড়ছে না হাঁটুর বয়সী ফাতিমা সানার সঙ্গে প্রেমের গুঞ্জন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আমির।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির সাফ বলেন, ‘‘আমি থোড়াই ওর আসল বাবা! না কি আমি ওর সত্যিকারের প্রেমিক? এটা একটা ছবি বানাচ্ছি আমরা ব্যাস। আমার মনে হয় দর্শক এত বোকা নয়!’’
‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের পর থেকে ফাতিমা সানা শেখের সঙ্গে জোরালোভাবে নাম জড়িয়েছিল আমিরের। শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের নেপথ্যে ছিল ফাতিমা ঘনিষ্ঠতা।
তবে বিষয়টি নিয়ে কখনও প্রতিক্রিয়া জানাননি আমির। ফাতিমাও ছিলেন চুপচাপ। তারা কাজ করে গেছেন নিজেদের মতো। দঙ্গলের পর ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবিতে দেখা গিয়েছিল তাদের। অভিনয় করেছিলেন প্রেমিক-প্রেমিকার চরিত্রে। এতে গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছিল। এবার যেন কৌশলে নিজের অবস্থান জানালেন আমির।