images

বিনোদন

তিন যুগ পর এক ছাদের নিচে কারিনা-কারিশমার বাবা-মায়ের! 

বিনোদন ডেস্ক

০১ জুলাই ২০২৫, ০১:৪৩ পিএম

তারকাদের সংসার ভাঙা-গড়া মামুলী বিষয়। হরহামেশা এমন খবর সামনে চলে আসে। এই যেমন তিন যুগ আলাদাবাসের পর এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড তারকা কারিশমা-কারিনা কাপুরের বাবা-মা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

১৯৮৮ সালে মতের নানা অমিলের কারণে আলাদা থাকতে শুরু করেন কারিনা-কারিশমার বাবা-মা রণধীর কাপুর ও ববিতা কাপুর। দুই মেয়ে কারিনা-কারিশমাকে নিয়ে স্বামীর সংসার ত্যাগ করেন তিনি। তবে কাগজ-কলমে স্বামী-স্ত্রী ছিলেন তারা। 

karina-20230304162801

তারপর বহু বছর কেটেছে। কন্যারা প্রতিষ্ঠিত। ববিতারও বয়স বেড়েছে। তাই জীবনের শেষ প্রান্তে এসে আর আলাদা নয়, আবারও কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাবা-মায়ের মিলনের সংবাদটি জানিয়েছেন কারিনা। 

তিনি জানিয়েছেন, সন্তান হিসাবে বরাবর তিনি এবং তাঁর দিদি চেয়েছেন, আবার একসঙ্গে থাকুন তাঁরা। বৃদ্ধ বয়সে তাঁরা আবার পরস্পরের দোসর হোন। সেটা সত্যি হচ্ছে, এটা ভেবেই মন ভরে যাচ্ছে দুই বোনের।

Untitled-design-2021-04-20T200425.526

এদিকে রনধীর-ববিতার খবরটি ছড়িয়ে পড়তেই চলছে নানা গুঞ্জন। কিছুদিন আগে মারা গেছেন এ দম্পতির বড় কন্যা কারিশমার স্বামী সঞ্জয় কাপুর। অনেকের ধারণা, বর মেয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকেই শিক্ষা নিয়েছেন তারা। সে কারণেই এই পড়ন্ত বেলায় এসে ফের এক ছাদের নিচে আসার সিদ্ধান্ত নিয়েছেন।