রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাইরাল শেফালির শেষ পোস্ট, কী লিখেছিলেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

ভাইরাল শেফালির শেষ পোস্ট, কী লিখেছিলেন অভিনেত্রী 

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। তবে ‘কাঁটা লাগা’ খ্যাত এ অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। হৃদরোগ নাকি অন্য কারণ রয়েছে শেফালির মৃত্যুর পেছনে তা নিশ্চিত হতে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। এরইমধ্যে আলোচনায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া শেফালির শেষ পোস্ট।

মৃত্যুর তিন দিন আগে ইনস্টাগ্রামে শেষ পোস্ট দেন শেফালি। এতে নিজের ফটোশুটের ছবি প্রকাশ করেছিলেন। এসব ছবিতে শেফালিকে বরাবরের মতোই খুব সুন্দর ও হাসিখুশি দেখাচ্ছে। ফটোশুটের সময় শেফালী পরেছিলেন ধূসর রঙের শিমারি ড্রেস। প্রতিটি ছবিতেই শেফালির একটি বিশেষ স্টাইল রয়েছে। এসব ছবি দিয়ে ক্যাপশনে শেফালি লিখেছেন- 'বেবি মেক হ্যাপি'। সেই সঙ্গে তাঁর মৃত্যুর পর এখন এই পোস্ট বেশ ভাইরাল হচ্ছে।


বিজ্ঞাপন


1751074092-7983c1434502a2453017e8e4e2d6675b

পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলেও একটি পোস্ট দিয়েছিলেন শেফালি। সেখানে মৃত বন্ধু সিদ্ধার্থকে নিয়ে লিখেছিলেন, ‘আজ তোমার কথা ভাবছি, শুধু বন্ধু...’।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

7015-shefali-jariwala


বিজ্ঞাপন


শোবিজে শুরুর দিকে মডেলিং করতেন জারিওয়ালা। ৩৫টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ২০০৪ সালে। ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও-র মাধ্যমে এই পথচলা শুরু হয় তার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর