বিনোদন ডেস্ক
২৫ জুন ২০২৫, ১১:৫৮ এএম
প্রি-বুকিংয়ে আশানুরূপ ব্যবসা হয়নি ‘সিতারে জমিন পার’-এর। এতে আমির অনুরাগীদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। তবে মুক্তির পর সে ভাঁজ মুছে দিয়েছে ছবিটির প্রতি দর্শকের আগ্রহ। জেনে নেওয়া যাক, চার দিনে কত আয় করল আমির খানের ‘সিতারে জমিন পার’?
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮০ কোটি রুপিতে নির্মিত এই ছবি চার দিনে বক্সঅফিসে তুলে নিয়েছে ১০০ কোটি। বর্তমানে মোট আয় ১১০ কোটি। বাণিজ্যিকভাবে এগিয়ে থাকার পাশাপাশি এই ছবি দর্শকমহলেও যথেষ্ট প্রশংসা পেয়ছে।

এদিকে ছবির সাফল্যে উচ্ছ্বসিত জাভেদ আখতার। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘দ্বিতীয় দিনে ‘সিতারে জমিন পার’ ছবির সাফল্যে আমি খুবই খুশি। কে বলে ভালো ছবির গ্রহণযোগ্যতা কমেছে? আমির খান ও তার টিমকে অনেক অভিনন্দন।’
বিশেষভাবে সক্ষমদের নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। যেখানে অভিনয় করেছেন ১০ জন বিশেষভাবে সক্ষম অভিনয়শিল্পী। আমির খানকে দেখা গেছে তাদের বাস্কেটবল কোচ হিসেবে। তার বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা।