বলিউডে সিনেমা বয়কটের ঘটনা নতুন না। এর আগে শাহরুখ খান, সালমান খান মতো তারকার ছবিও আক্রান্ত হয়েছে। এবার হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অভিনেতার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জামিন পার’-এর বয়কটের ডাক দিয়েছেন দেশটির নাগরিক। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় বলিউড, টলিউড, দক্ষিণী তারকারা একযোগে প্রতিবাদে সরব হয়েছিলেন। সেই তালিকায় শাখরুখ, সালমান নাম উঠলেও নিরব ছিলেন আমির খান। তাই মিস্টার পারফেকশনিস্ট ওপর রাগে ফুঁসছেন তার সমালোচকরা।

হ্যাশ ট্যাগ বয়কট আমির। হ্যাশ ট্যাগ বয়কট ‘সিতারে জামিন পার’-এ ছয়লাপ সোশ্যাল মিডিয়া। অনেকেই অভিনেতাকে বিদ্রুপ করে লিখেছেন, ‘আমাদের এই সুপারস্টারের পাকিস্তানের জন্য এতটাই ভালোবাসা যে দেশের সেনাবাহিনীর সমর্থনে একটা পোস্ট করেননি।’
আমির খানের চলচ্চিত্র নিয়ে সিনেমা উৎসব
গতকাল অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘সিতারে জামিন পার’ ছবির ট্রেলার। ২০০৭ সালের ছবি ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জামিন পার’। এ ছবিতে দেখা যাবে ১০ নতুন মুখ। যাদের প্রত্যেকেই বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন।
বিজ্ঞাপন

২০১৭ সালে ‘সিক্রেট সুপারস্টারে’র পর থেকে আমিরের কোনো ছবি আলোর মুখ দেখেনি। ‘লালা সিং চাড্ডা’ ও ‘থাগস অব হিন্দুস্তান’ ছবি দুইটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল ছবি নিয়ে বেশ আলোচনা হয়েছে। মনে করা হচ্ছিল এই ছবিটি আমিরের ক্যারিয়ারের পুনর্জন্মে সাহায্য করতে পারে। কিন্তু সে আশাও পূরণ হচ্ছে না, কারণ ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি বয়কটের দাবিতে সরগরম নেটদুনিয়া।
ইএইচ/

